ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৬ কেজি শুকনা গাঁজাসহ ভাবি-দেবরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
রবিবার (২৪ এপ্রিল) সকালে পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বালিঘাটা বাজার মহাজের কলোনীর মৃত আবুল কাশেমের ছেলে আমির হোসেন ওরফে আমিনুল ইসলাম (৫৫), একই এলাকার হযরত আলী ওরফে হযো’র স্ত্রী আফিয়া আক্তার ওরফে সুমি (৩০) বলে জানা গেছে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃতরা সম্পর্কে ভাবি ও দেবর বলে স্থানীয় সুত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST