ঢাকা ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২
গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা থেকে
সাবেক ২য় সামুদ্রিক বন্দর এলাকা বর্তমান খুলনার চালনা পৌরসভাধীন চালনা শহর রক্ষা বাঁধের দাবী দীর্ঘকালের। চালনা শহরটি ওয়াপদা বেড়িবাঁধের বাইরে হওয়ায় দাকোপ উপজেলাধীন সাবেক দাকোপ সদর পানখালী ইউনিয়ন বর্তমান চালনা পৌরসভার প্রধান বাজার পৌর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সবই ওয়াপদার বাইরে পুরাতন চালনাবাজার যা সাবেক চালনা বন্দর এলাকায় গড়ে উঠেছে শত শত বছর আগে সুতরাং স্থান পরিবর্তন আদৌ সম্ভব না।তাইতো সেই চালনা পৌরসভা তথা চালনা শহর ঘোষনার আগ থেকেই ঐতিয্যবাহী চালনাবাজার রক্ষা বাঁধের দাবীটি প্রথমেই চলে আসে। পানি উন্নয়ন বোর্ড বহুবার সরেজমিন এসে দীর্ঘ ২০ বছর আগ থেকে মাপামাপি করলেও এবং সরকারি দলের নেতা ও পাউবোর উর্দ্ধতন কর্মকর্তারা বার বার আশ্বাস দিলেও আজও চালনাশহর রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST