দীর্ঘকালেও দাকোপের চালনাশহর রক্ষা বাঁধটির কাজ শুরু হয়নি।

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

দীর্ঘকালেও দাকোপের চালনাশহর রক্ষা বাঁধটির কাজ শুরু হয়নি।

গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা থেকে

সাবেক ২য় সামুদ্রিক বন্দর এলাকা বর্তমান খুলনার চালনা পৌরসভাধীন চালনা শহর রক্ষা বাঁধের দাবী দীর্ঘকালের। চালনা শহরটি ওয়াপদা বেড়িবাঁধের বাইরে হওয়ায় দাকোপ উপজেলাধীন সাবেক দাকোপ সদর পানখালী ইউনিয়ন বর্তমান চালনা পৌরসভার প্রধান বাজার পৌর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সবই ওয়াপদার বাইরে পুরাতন চালনাবাজার যা সাবেক চালনা বন্দর এলাকায় গড়ে উঠেছে শত শত বছর আগে সুতরাং স্থান পরিবর্তন আদৌ সম্ভব না।তাইতো সেই চালনা পৌরসভা তথা চালনা শহর ঘোষনার আগ থেকেই ঐতিয্যবাহী চালনাবাজার রক্ষা বাঁধের দাবীটি প্রথমেই চলে আসে। পানি উন্নয়ন বোর্ড বহুবার সরেজমিন এসে দীর্ঘ ২০ বছর আগ থেকে মাপামাপি করলেও এবং সরকারি দলের নেতা ও পাউবোর উর্দ্ধতন কর্মকর্তারা বার বার আশ্বাস দিলেও আজও চালনাশহর রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি।


পশুর ও চুনকুড়ি নদীর মোহনায় অবস্থিত চালনাবাজারে শত শত ব্যবসায়ীপ্রতিটি পরিবার নদীর তীরে প্রতিবছর নিজেদের টাকা খরচ করে ঘরবাড়িগুলি কক্ষার মাধ্যমে রিতীমত যুদ্ধ করে বেঁচে থাকলেও দক্ষিন খুলনার সর্ববৃহত বাজারটি রক্ষার জন্য সরকারিভাবে বাঁধের রক্ষার কাজ শুরু হয়নি, কবে হবে তাও সঠিকভাবে কেউ জানে না। এ বিষয় বাজারের পৌর কাউন্সিলর মাখন বিশ্বাস ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম সাহার সাথে কথা হলে জানান এটা আমাদের দীর্ঘকালের দাবী হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না,মেয়র বাবু মাঝে বলেছিলেন একনেকে পাস হলে সত্তর কাজ শুরু হবে তবে অনেকদিন হলো কোন সাড়া পাচ্ছি না,তবুও আমরা আশাবাদী।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest