ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২
সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়ন এর ধলুয়াবাড়ি গ্রামের দাদন ব্যবসায়ী মদিনা আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিবেশী ওমর আলী সহ ওই গ্রামের প্রায় অর্ধশতাধিক পরিবার। এ নিয়ে প্রতিবাদ করায় উল্টো ওমর আলী সহ তার পরিবারের বিরুদ্ধে দাদন ব্যবসায়ী আদালতে মামলা দায়ের করেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, দেশ স্বাধীনের পর থেকে ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদন ব্যবসায়ী মদিনা রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করেছে। ফলে প্রায় দুই মাস ধরে ওই গ্রামের বাসিন্দা ওমর আলী সহ প্রায় অর্ধশতাধিক পরিবার রাস্তা বন্ধ করায় বিপাকে পড়ছেন। ভুক্তভোগী ওমর আলী সহ গ্রামবাসীরা জানান রাস্তা বন্ধ করার দীর্ঘ পথ অতিক্রম করে আমাদেরকে হাট বাজার, মসজিদ সহ বিভিন্ন জায়গায় যেতে হয়। স্থানীয় প্রশাসন সু নজর দিলে অবরুদ্ধ থেকে মুক্তি পাবেন এমনটাই প্রত্যাশা ওমর আলী সহ গোটা গ্রামবাসীর।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST