জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালিত

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মে ১, ২০২২

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালিত

আবু রায়হান, জয়পুরহাটঃ
যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে শ্রমিক দিবস পালিত হয়েছে।

রবিবার (১লা মে) বেলা ১১ টায জয়পুরহাট রামদেও বাজলা স্কুলমাঠ থেকে বিভিন্ন শ্রমিক সঙ্গঠন পৃথক পৃথক ব্যানারে র‍্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়।

র‌্যালী শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি হবিবর রহমান, সাধারণ সম্পাদক রাসেদ আহম্মেদ মিলন, জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোশারফসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে সম্মিলিত শ্রমিক ফেডারেশনের আয়োজনে জেলার বিভিন্নস্তরের শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest