ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ নুরুল ইসলাম সরদার

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মে ১, ২০২২

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট শিল্পপতি ও  সমাজসেবক মোঃ নুরুল ইসলাম সরদার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাগেরহাট ১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন ও যুব সমাজের আইডল বাগেরহাট ২ আাসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে চিতলমারীর সর্বস্তরের ব্যবসায়ী, রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ নুরুল ইসলাম সরদার।

তিনি বলেন, বৈশ্বিক মহামারী রূপ নেয়া করোনাভাইরাস কিছুটা হ্রাস করে আমাদের কাছে এসে উপস্থিত মহা খুশীর দিন।

প্রাণঘাতী করোনা সরে নতুন প্র্রাণের সঞ্চার হোক দিগন্তজুড়ে।
ধর্মীয় রীতিনীতি মেনে উদযাপিত হোক এবারের ঈদ। দূরে নয় হৃদয়ে সবই এক আপনজন। এ কথা স্মরণ হোক খুশীর প্রতিটি পলকে।

পরিশেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সে সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest