ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ২, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই বাজার থেকে গোবিন্দগঞ্জগামী পাকা রাস্তা সংলগ্ন বানদিঘী শাহজালাল নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট-৩১৮ পিসসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন কালাই উদয়পুর ইউনিয়ের মান্দাই গ্রামের মৃত আফসার আলীর ছেলে সবুজ ওরফে ময়েন উদ্দীন(৩৫) আকলা পাড়া গ্রামের সাবেক মেম্বার ইউনুসের ছেলে ও তারিকুল ইসলাম (৩২)।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে রবিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে
কালাই থানায় হস্তান্তর করেছে।
স্থানীয় ও এলাকাবাসি অনেকেই অভিযোগ করে বলেন, শীর্ষ মাদক ব্যবসায়ী সুবুজ ওরফে ময়েন এলাকার প্রভাবশালীদের শেল্টারেই এমন অপরাধ করে যাচ্ছে এবং তার নিকট আত্মিয় আনারুল ও বড় ভাই আনসারের শেল্টার দাতা ও শেল্টার দাতাদের সকলেই খুব ভালো করে চিনলেও কেউ তাদের নাম বলতে সাহস পায়না। এলাকার বিভিন্ন সমাবেশে থেকে চুরি ডাকাতি সকল অপর্কমের সংঙ্গে জরিত এই সবুজ এদের পরিবারের সবায় মাদকের সংঙ্গে জরিত শুনলাম আজ শীর্ষ এই মাদক ব্যবসায়ী ময়েন সহ দুই জন গ্রেফতার হয়েছে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে যুবসমাজ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ ওরফে ময়েন উদ্দীন দীর্ঘদিন জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চলমান ৬টি মামলা রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST