রৌমারীতে হাত বাড়ালেই মিলছে মাদক! দেখার যেন কেউ নেই।

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২২

রৌমারীতে হাত বাড়ালেই মিলছে মাদক! দেখার যেন কেউ নেই।

সাকিব আল হাসান
রৌমারী(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন স্থানে হাত বাড়ালে খুব সহজেই মিলছে মাদকদ্রব্য। মাদক সরবরাহকারী একটি চক্র দিনদিন শক্তিশালী হয়ে উঠেছে। শহরসহ গ্রামের বেশকিছু স্পটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজা, মদ, হেরোইন, ফেনসিডিল এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। এতে উঠতি বয়সের যুবকেরা হাত বাড়ালেই পাচ্ছে নেশা জাতীয় দ্রব্য। শুধু যুবকরা নয় বয়ষ্করাও ঝুঁকে পড়েছে মাদক নামের মরন নেশায়। মরণ নেশা মাদকের ছোবলে পড়ে অসংখ্য যুবকেরা দিন দিন যেন ঝরে পড়ছে। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইন প্রভৃতি রকমারি মাদকে ছেয়ে গেছে অলিগলি। এসব মাদকদ্রব্যের বেশির ভাগ ক্রেতাই হচ্ছে বেকার যুবক। এখানে গাঁজা বা ইয়াবা এখন অনেকটা ভাত-মাছের মতো সহজলভ্য হয়ে গেছে। ছোট থেকে শুরু করে যুবকদের মধ্যে বেশির ভাগ ছেলেই মাদক গ্রহণ করছে | এরা অল্প বয়সেই পথে বসে যাচ্ছে | মাদকের অর্থ জোগাড় করতে এরা অনেক সময় চুরি বা ছিনতাইয়ের মতো কাজও করছে। অনেকে প্রকাশ্যেই মাদক গ্রহণ করছে এবং বিক্রি করছে। এভাবে চলতে থাকলে আমাদের যুবসমাজ ধ্বংস হতে বেশি সময় লাগবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এতো তৎপরতার পরেও মাদকের এত ছড়াছড়ি। সুশীল সমাজ প্রতিনিধিরা বলছেন, মাদকের ছোবলে কর্মক্ষমতা হারাচ্ছে যুবসমাজ। তাই, এখন-ই তাদের ফিরিয়ে আনতে নিতে হবে কার্যকর পদক্ষেপ। এ বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করছেন সচেতন উপজেলাবাসী।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest