উজিরপুরে স্যানের খাল সংলগ্ন চান্দিনা ভিটি বাতিলের দাবীতে ব্যবসায়িদের বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২২

উজিরপুরে স্যানের খাল সংলগ্ন চান্দিনা ভিটি বাতিলের দাবীতে ব্যবসায়িদের বিক্ষোভ ও মানববন্ধন

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহাসিক পুরাতন হারতা বন্দরের উওর পাড় স্যানের খালের গোড়ায় চান্দিনা ভিটি না দিয়ে বন্দর রক্ষার্থে ক্রেতা ও বিক্রেতার মালপত্র নিয়ে চলাচলের সুবিধার্থে একটি ঘাটলা নির্মাণের দাবিতে ১৩ মে রোজ শুক্রবার দূপুর ১১টা থেকে ১২.৪৫ মিনিট পর্যন্ত শত-শত ব্যবসায়িরা তাদের দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন।এ সময়ে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অমল মল্লিক, হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুনিল কুমার বিশ্বাস,হারতা বাজার কমিটির সাধারণ সম্পাদক মিন্টু লাল মজুমদার, তাসাদ্দুক হোসেন বেপারি,ওয়াকার্স পার্টির নেতা বিমল করাতি,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিরাঞ্জন চক্রবর্তী,৭ নং ওয়ার্ড ইউপি সদস্য নিখিল চক্রবর্তী,২ নং ওয়ার্ড ইউপি সদস্য কৃষ্ণ বাড়ৈ,৪ নং ওয়ার্ড ইউপি সদস্য নরেন্দ্রনাথা বাড়ৈ,যুবলীগ নেতা কমল সাহা,বিশিষ্টব ব্যবসায়ি দিলিপ বড়াল,সব্যসাচি হালদার লিটু, বরুন চক্রবর্তী সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।এসময়ে স্থানীয় নেতৃবৃন্দ ও শতশত ব্যসায়িরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্দরেখে হারতা বন্দরের মেইন সড়ক অবরোধ করে উধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে দাবি জানান যে কালবিলা,জামির বাড়ি, কুড়ালিয়া,পটিবাড়ি সহ উওর অঞ্চলের হাজার,হাজার মানুষের বর্ষা মৌসুমে নৌকা ও ট্রলারে করে হাজার, হাজার টন মাছ,ধান,সবজি, হোগলাপাতা সহ বিভিন্ন পন্য সামগ্রিই ক্রয় বিক্রয়ের জন্য এ অঞ্চলের মানুষকে হারতা বন্দরে আসা যাওয়া করতে হয়। স্যানের খালের গোড়ায় চান্দিনা ভিটি না দিয়ে ব্যবসায়িদের সুবিধার জন্য একটি ঘাটলা নির্মাণ করে দেওয়ার জন্য অনুরোধ জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest