নলছিটিতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ৫ দিনব্যাপী কর্মশালা সমাপ্ত

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২২

নলছিটিতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ৫ দিনব্যাপী কর্মশালা সমাপ্ত

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি

নলছিটিতে বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ৫ দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে।
গত ১৪ মে শনিবার সকাল ১০টায় পৌরসভার নান্দীকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে কর্মশলা শুরু হয়ে আজ ১৯ মে বিকেলে সমাপনী অনুষ্ঠান’র মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু। বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার মোঃ মতিউর রহমান খান, শিক্ষক মিলন কান্তি দাস, কোর্স সমন্বয়কারী তানিয়া ইভা প্রমুখ।
জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুলস (জেমস) বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ
কর্মশালায় উপজেলার কুলকাঠি ও কুশঙ্গল ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিষণ ২০৪১ বাস্তবায়ন করার লক্ষে দেশের বাল্যবিবাহ প্রবণ এলাকায় শিক্ষক, শিক্ষার্থীসহ সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest