“চুকনগর গণহত্যা” ৭১ এ সর্ববৃহত গনহত্যা।

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মে ২০, ২০২২

“চুকনগর গণহত্যা” ৭১ এ সর্ববৃহত গনহত্যা।

গোলাম মোস্তফা খান,খুলনা
চুকনগর গণহত্যা একটি সামরিক গণহত্যা যা পাকিস্তানের সেনাবাহিনী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদেশীয় দোসর রাজাকার,আলবদর,আল-সামসের সহযোগীতায় সংঘটিত করে। গণহত্যাটি ১৯৭১ সালের ২০মে খুলনা জেলার চুকনগর ঘটে। যা বিশ্বের কোন মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ একক গণহত্যা। প্রত্যক্ষদর্শীদের মতে ২০মে গণহত্যায় মৃতের সংখা দশ হাজারেরও বেশী।
১২ নং রংপুর ইউনিয়ন আওয়ামীলীগসহ গোটা খুলনা জেলার আওয়ামীলীগের নেতাকর্মীদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিনম্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest