ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মে ২২, ২০২২
চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচন-২০২২ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির এর সঞ্চালনায় উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর পুলিশ সুপার বিপিএম, পিপিএম (বার) মোহাম্মদ আনোয়ার হোসেন, দিনাজপুর ও রিটার্নিং সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ সুমন, খানসামা থানা ওসি কামাল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সহ উপজেলা চেয়ারম্যান প্রার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST