এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ডিট্রিক্ট ৭ এর স্কুলিং অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ২২, ২০২২

এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ডিট্রিক্ট ৭ এর স্কুলিং অনুষ্ঠিত

রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন। —

এপেক্স ক্লাব অব বাংলাদেশ সৈয়দপুর এর আয়োজন ডিসট্রিক্ট ৭ এর স্কুলিং প্রোগ্রাম গতকাল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এপেক্সসিয়ান ডাঃ মোঃ কামরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার জেলা জজ এপেক্সসিয়ান মুনসুর আলম, বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাউস প্রেসিডেন্ট এপেক্সসিয়ান আব্দুল মতিন সিকদার, গেস্ট অব অর্নার এপেক্সসিয়ান এস এম হাসান আলী, এপেক্সসিয়ান এম সায়েম টিপু।
বক্তব্য রাখেন এপেক্সসিয়ান নাসরিন আকতার, এপেক্সসিয়ান মাহাফুজার রহমান, এপেক্সসিয়ান শহিদুল হক,এপেক্সসিয়ান সাবায়াত আলী সাবু,এপেক্সসিয়ান নজরুল ইসলাম, এপেক্সসিয়ান নাসরিন নাজ, এপেক্সসিয়ান মনিরুল ইসলাম, এপেক্সসিয়ান সোলাইমান হোসেন, এপেক্সসিয়ান মিঠুন কারনাইল,এপেক্সসিয়ান নুরুল আমিন প্রামানিক, এপেক্সসিয়ান কুতুবউদ্দিন আলো, এপেক্সসিয়ান বিকাশ রায়, এপেক্সসিয়ান নাসরিন আখতার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মানবতার সৈনিক হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest