জয়পুরহাটে শহীদ মুক্তিযোদ্ধা মহাতাব উদ্দিনের স ৪৯ তম স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ২২, ২০২২

জয়পুরহাটে শহীদ মুক্তিযোদ্ধা মহাতাব উদ্দিনের স ৪৯ তম স্মরণ সভা অনুষ্ঠিত

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ মহাতাব উদ্দিন মন্ডলের ৪৯ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ মহাতাব উদ্দিন মন্ডল স্মৃতি পরিষদের আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২মে) দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে মহাতাব উদ্দিন মন্ডল স্মৃতি পরিষদের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ খাজা সামছুল আলমের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আরিফুর রহমান রকেট, শহীদ মহাতাব উদ্দিন মন্ডল এর ছেলে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড: মোমিন আহম্মেদ চৌধুরী (জিপি) ও এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও দলীও নেতা কর্মীরা।

উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ও দেশ স্বাধীনের পরবর্তী সময়ে জয়পুরহাট মহকুমায় আওয়ামী লীগের রাজনীতিতে তার অগ্রনী ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest