বেনাপোলে অস্ত্র-গুলিসহ বাবা-ছেলে আটক

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২২

বেনাপোলে অস্ত্র-গুলিসহ বাবা-ছেলে আটক

যশোর অফিস: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গু‌লিসহ অস্ত্র ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৩ মে) ভোর রাতে সীমান্তের সাদিপুর গ্রামের তাদের নিজ বাড়ি থেকে এ অস্ত্র-গুলিসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
সাদিপুর গ্রামের মানিক মণ্ডলের ছেলে শাহাজামাল কালু (৫৫) ও তার ছেলে সোহেল (৩০)

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, কালু ও তার ছেলে সোহেল ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র চালান এনে বাড়িতে মজুত করেছে, এমন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গু‌লিসহ তাদেরকে আটক করা হয়।

তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান বিজিবি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest