কুড়িগ্রামে মা ও শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় ২ আসামীক গ্রেফতার করছে র‍্যাব

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম : ২৫.০৫.২০২২
কুড়িগ্রামের রৌমারীতে পূর্ব পরিকল্পিতভাবে মা ও শিশুকে গলা কেটে হত্যা মামলায় মূল অভিযুক্তসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত হাফেসা আক্তার এর উকিল বাবা ও উপজেলার শৈলমারী ইউনিয়নের ওকড়াকাদাগ্রামের জাকির হোসেন ওরফে জফিয়াল (২৮) ও নিহতের দেবর একই এলাকার চাঁন মিয়া (৪৩)।
বুধবার দুপুর ১২টার দিকে রৌমারী অফিসার্স ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামালপুর র‍্যাব-১৪।
র‍্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার স্ায়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে আসামী জাকির হোসেন ওরফে জফিয়ালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে এ হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত নিহত হাফেসার দেবর চাঁন মিয়াকে আটক করা হয়।
গত ২১ মে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নতুনবনদর নামক এলাকায় বাবার বাড়ির পাশের ধান ক্ষেতে পাঁচ মাস বয়সের শিশু সন্তান হাবিবের গলাকাটা মরদেহহ ও মা হাফেসা আক্তার হারনাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মা হাফেসার মৃত্যু হয়। এঘটনায় নিহত হাফেসার বাবা বাদি হয়ে রৌমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest