ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের ক্ষেতলালে পরকিয়ার জেরে বিউটি বেগম (৩৫) নামে এক নারীকে হত্যা করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিবপুর গ্রামে পায়খানার কুপ থেকে ৩৭দিন পর ঔ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ওই এলাকার প্রবাসী শাহ আলমের ছেলে উজ্জ্বল হোসেন (২১) কে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন ইয়াজদানী।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, বগুড়া পুলিশ ইউনিট কর্তৃক অন্য একটি লাশ সনাক্ত করতে গিয়ে এঘটনার সুত্রপাত হয়। তখন বগুড়া পুলিশের ইউনিট তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত বিউটি বেগম ও উজ্জ্বল হোসেনের মুঠোফোন টেকিং করলে এঘটনার বিষয়টা নিশ্চিত হয়। ঐ ইউনিট বগুড়া থেকে উজ্জ্বল হোসেনকে আটক করে। আটককৃত উজ্জ্বল হোসেনের তথ্যমতে তার গ্রামের বাড়ী ক্ষেতলাল উপজেলার শিবপুরে আসলে স্থানীয় পুলিশ প্রশাসনকে ডেকে নেয়। উজ্জ্বল হোসেনের স্বীকারোক্তিতে তার বাড়ীর পায়খানার কূপ থেকে ১ মাস ৭দিনের একটি গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পড়নের কাপড় দেখে বিউটি বেগমের পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করে।
আটককৃত উজ্জ্বল আরো জানান, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে চলে আসে বিউটি বেগম। ঘটনার রাতে বিউটি বিয়ের জন্য চাপ দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা হত্যার পর উজ্জ্বল তার বাড়ীর পিছনে পায়খানায় কূপে তাকে ফেলে দেয়। এ ব্যাপারে নিহতের বড় ভাই বাবলু মিয়া বাদী হয়ে একটি মামলা এজাহার করেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন ইয়াজদানী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটককৃত উজ্জ্বলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST