পাঁচবিবিতে ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ দু’জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

পাঁচবিবিতে ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ দু’জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৫ বোতল নেশা জাতীয় ভারতীয় ফেন্সিডিল ও একটি Apache RTR মোটর সাইকেল উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার শুকুরময়ী এলাকার বাসিন্দা মৃত ওছিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেন (৪০) ও রতনপুর এলাকার বাসিন্দা শাহাদুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী ইসরাফিল ইসলাম (২৭)।

জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় পাঁচবিবি থানার এসআই রাজু আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মে) সকাল ৭ ঘটিকায় পাঁচবিবি পৌরসভার অন্তর্গত মালঞ্চা গ্রামের জনৈক শ্রী. কিশেব কুন্ডুর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest