পাঁচবিবিতে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মে ২৯, ২০২২

পাঁচবিবিতে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারি হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালেক এর স্ত্রী মোছাঃ মেহেরচাঁন (৪৫)।

মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় পাঁচবিবি থানার এসআই পাঁচবিবি থানার এসআই মোঃ আনিছুর রহমান-২ সঙ্গীর ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মে) সন্ধা সাড়ে ৬ টার দিকে পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলকা থেকে ৬ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন।

পাঁচবিবি থাানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃত ওই নারী মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিল।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে রবিবার (২৯ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest