ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, মে ৩০, ২০২২
এসএম স্বপন স্বপন(যশোর)অফিসঃ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে চলছে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন।
আজ সকাল ৯ টা থেকে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নিজস্ব ভবনে ভোট গ্রহণ শুরু হয়। যা বিরতিহীন ভাবে চলবে বিকাল ৫ টা পর্যন্ত।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৭ টি বুথে। যেখান এসোসিয়েশনের ২ টি প্যানেলে ৩৮ জন প্রার্থী সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৯ টি পদের জন্য নির্বাচন করছেন। নির্বাচনে মোট ৭২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে বেনাপোলের পাশাপাশি ঢাকা, চট্রগ্রাম, যশোর, খুলনা ও ভোমরা থেকে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ভোটাররা বেনাপোলে এসে ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন চলমান রয়েছে।
নির্বাচন কমিশনার ফারুক হোসেন উজ্জ্বল বলেন, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে মোট ৭২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখনো পর্যন্ত ৬০ ভাগ ভোট গ্রহণ হয়েছে। আর বিকাল ৫ টার সময় ভোট গ্রহণ শেষ হবে বলে জানান উজ্জ্বল।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব ও আনসার সদস্য বিভিন্ন পয়েন্ট এ মোতায়েন রয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST