ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুন ১, ২০২২
কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রাম সদরের পরমালী বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে নিজের স্বার্থ হাসিলের জন্য অবৈধ পন্থায় ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা। খোঁজ নিয়ে জানা যায়, ইতিপূর্বে ম্যানেজিং কমিটির সভাপতির কঠোর নজরদারিতে প্রতিষ্ঠানটি থাকায় প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান নিজের স্বার্থ হাসিলে ব্যর্থ হয়। এই অবস্থায় কমিটির মেয়াদ শেষ হলে, দুর্নীতিবাজ প্রধান শিক্ষক কমিটি গঠনের লক্ষ্যে কোন মিটিং, না করে গোপনে তার মনগড়া কমিটি উপজেলা শিক্ষা অফিসের দাখিল করে। দাখিলকৃত কাগজপত্রে পূর্বের সভাপতি দলিলুর রহমান এর স্বাক্ষর জাল করার গুমর ফাঁস হয়ে পড়ে উপজেলা শিক্ষা কমিটির সভায়। ব্যাপক অনুসন্ধানে জানা যায় মাসুম নামে এক ছাত্র নিয়মিতভাবে নাগেশ্বরী উপজেলার শ্রীপুর চন্ডিপুর দারুন আকরাম মাদ্রাসার নিয়মিত ছাত্র। ওই মাদ্রাসায় মার্চ, এপ্রিল ও মে মাসের হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত দেখা যায় মাসুমকে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST