ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ১, ২০২২
সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।
মঙ্গলবার (৩১ মে ) রাতে নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা (মেম্বারটারি শিয়ালকান্দা) গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি আব্বাস আলী (৩৮) কে তার বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারির কাছ থেকে ৩২৪ পিছ ইয়াবা উদ্ধার করে ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক জানান, আটক ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী সে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে। বুধবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST