দাকোপের পাউবোর ভেড়িবাঁধ হুমকির মুখে, সত্তর ব্যাবস্থা না নিলে ভেসে যেতে পারে এলাকা।

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২২

দাকোপের পাউবোর ভেড়িবাঁধ হুমকির মুখে, সত্তর ব্যাবস্থা না নিলে ভেসে যেতে পারে এলাকা।

গোলাম মোস্তফা খান,দাকোপ
খুলনা জেলার সুন্দরবনের কোলঘেষে কয়রা ও দাকোপের সুতারখালি,কামারখোলা,পানখালি,তিলডাংগা,বানিশান্তার ওয়াপদা ভেড়িবাঁধ ভাংগন নিয়ে পাউবোর কর্মকর্তা,ঠিকাদাররা বছরের পর বছর এক ধনরনের খেলায় মেতে থাকে।মানুষের জিবন ও ভিটেমাটি হারানোর খেলা, এ খেলা চলছে তো চলছেই যুগ যুগ ধরে কোন ক্রমেরই বন্ধ হচ্ছে না এ ভাংগন রোধের খেলা।খেলায় কোটি কোটি টাকা ভেসে যায় নেতা,ঠিকাদার,প্রকৌশলদের পকেটে যায়,জিবন নিয়ে ছিনিমিনি খেলা টাকার ভাগবাটোয়ার নজির রয়েছে অনেক আগে থেকে। ৮৮,র বন্যা আইলা,সিডরের পর আমরা হাজার হাজার কোটি টাকা অপচয়ের ও ভাগাভাগির খেলা অনেক দেখেছি,অনেক লিখেছি, লিখলে ওদের কিছুই হয় না,একেবারে নিচের জন থেকে উপরের বড় প্রকৌশলীর পকেট পর্যন্ত এ ভয়াবহ ভাগন নিয়ে খেলার টাকা বাটোয়ারা হয়।কোন নেতা মন্ত্রী এটার বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে স্হায়ী সমাধানের জন্য বাস্তবে কোন কাজ করেনি বলে সকলের ধারনা,ভাংগন কুল ও বানভাসি মানুষের জিবন নিয়ে এ খেলা চিরতরে বন্ধ হোক এটাই এলাকার ভুক্তভোগিদের প্রত্যাসা। এমৌসুমে কয়রা ও দাকোপের অনেকগুলি পয়েন্টের ওয়াপদার ভাংগন,ফাটলের অবস্থা ভয়াবহ এসব সত্তর ব্যাবস্থা নিতে না পারলে আগের ন্যায় ভেসে যেতে পারে দক্ষিনের এজনপদ। এ বিষয়ে আওয়ামীলীগনেতা, চেয়ারম্যান পঞ্চানন মন্ডল বলেন গত কয়েক বছর ধরে শত শত কোটি টাকার কাজ হলেও বাস্তবে তেমন কোন কাজে আসছে না,আমি বাঁধ রক্ষা করতে আমার এলাকার লোকজন নিয়ে কাজ করে চলি ওই পাউবো কতৃপক্ষের অলস কর্মকর্তাদের জন্য বসে থাকি না,পানখালি ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদও বললেন ওই একই কথা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest