ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক একটি দল অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার এজাহার নামীয় ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
শনিবার (১১ জুন) জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন চাপাগাছি এলাকা থেকে রাত ১০.৩০ মিনিটে সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী, এসি এবং কোম্পানী উপ- অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকশ অপারেশন দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চাপাগাছি গ্রামের বাসিন্দা দুখা শেখের ছেলে মোঃ আহম্মেদ শেখ (৫৮), ও ক্ষেতলাল উপজেলার শিবপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ আঃ সালাম (৪৫)।
র্যাব একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার ০৩/৬১ নং মামলা, ৪২০/ ৪০৬/৫০৬ ধারা, পেনাল কোড-১৮৬০ মূলে বর্ণিত অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় তাদের গ্রেফতার এবং পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় জিডি মূলে হস্তান্তর করেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST