ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত।
বুধবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক গোলাম সোরোয়ার রায় এ ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আরশেদ আলী রাশেদ পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুরের মৃত মজিবুর রহামানের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর পাঁচবিবির পূর্ব রামচন্দ্র গ্রামে আরশেদ আলীর নিজ শয়ন কক্ষে তার পরিহিত প্যান্টের পকেটে থেকে ৪০ গ্রাম হেরোইনসহ জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়।
পরে আদালতে মামলাটির বিচার শুরু হয়। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত আজ রায় ঘোষণা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST