১৯৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২২

১৯৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প

আবু রায়হান, জয়পুরহাটঃ
১৯৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল।

গ্রেফতারকৃত মাদক মাদক ব্যাবসায়ী হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন কৃষ্ণপুর এলাকার মৃত সায়েদ মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (২৭)।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ১৮ জুন রাত সাড়ে ১০ টায় নওগাঁ জেলার বদলগাঁছী ইউনিয়নের ফতেহজঙ্গপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৫ বোতল ফেন্সিডিল ও ২ মোবাইল ফোনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে তার বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest