দিনাজপুরের বিরলে প্রকাশ্যে মহা সড়কের উপরে পিকআপ আটকিয়ে প্রাণ কোম্পানির পিকআপ চালক খুন

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ২০, ২০২২

দিনাজপুরের বিরলে প্রকাশ্যে মহা সড়কের উপরে পিকআপ আটকিয়ে প্রাণ কোম্পানির পিকআপ চালক খুন

চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরলে প্রাণ কোম্পানির পিকআপ ভ্যানচালক গোলাম মোস্তফা ৩০ কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে দিনাজপুর বিরলে ধুকুরঝারি বাজার সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। প্রাণ কোম্পানির পিকআপ চালক গোলাম মোস্তফা টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মোকাদ্দেস হোসেনের ছেলে। নিহত গোলাম মোস্তফা দিনাজপুরের ফুলবাড়ী রাঙ্গামাটি ফার্মগেট প্রাণ কোম্পানির অলটাইম বিস্কুট এজেন্সিতে এক বছর ধরে পিকআপ চালক হিসেবে কর্মরত রয়েছেন। পিকআপের হেল্পার রংপুর জেলার মিঠাপুকুর এলাকার ইমরান আলীর ছেলে হামিদুর রহমান পিন্টু বলেন, ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে পিকআপ যোগে দিনাজপুর ফুলবাড়ী ফিরে আসার পথে বিরলের ধুকুরঝারি সংলগ্ন পল্লী বিদ্যুৎ স্টেশনের সামনে পৌঁছালে পিছন থেকে চারটি মোটর সাইকেলে একদল দুষ্কৃতী পিকআপের গতিরোধ করে পিকআপ চালক গোলাম মোস্তফা কে পিকআপ থেকে টেনে হেঁচড়ে রাস্তার উপর নামায়। আমি এতে বাধা দিলে আমাকেও কিল ঘুষি লাথি মেরে রাস্তার উপর ফেলে দেয়। এদের মধ্যে এক দুষ্কৃতিকারী পকেট থেকে ধারালো ছুরি বের করে গোলাম মোস্তফার বাম পায়ে কোমরের নিচে চাকু দিয়ে কেটে দেয়। পায়ের রগ কেটে দেওয়ার পরই তাৎক্ষণিকভাবে দুস্কৃতিকারীরা পুনরায় ধুকুরঝারি দিকে তাদের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ৯৯৯ ফোন করে এম্বুলেন্সে করে রক্তাক্ত অবস্থায় পিকআপ চালক গোলাম মোস্তফাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। দিনাজপুর বিরল থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে দুষ্কৃতকারীদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest