জয়পুরহাটে মেসার্স রাবেয়া ট্রেডার্সের টিভিএস অটো কাস্টমার মিট ২০২২ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

জয়পুরহাটে মেসার্স রাবেয়া ট্রেডার্সের টিভিএস অটো  কাস্টমার মিট ২০২২ অনুষ্ঠিত

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে মেসার্স রাবেয়া ট্রেডার্সের আয়োজনে টিভিএস অটো বাংলাদেশ কাস্টমার মিট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে শহরের শান্তিনগর এলাকার স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টার টিভিএস মোটরসাইকেল ব্যাবহারকারী প্রায় ২ শ’ত কাস্টমারকে নিয়ে এ আয়োজন করা হয়।

রাবেয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী উজ্জ্বল হায়াতের সভাপতিত্বে কাস্টমার মিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরএসএম সেলস রাকিব হাসান, আরএসএম সার্ভিস ফজলুল হক, সি. এক্সিকিউটিভ সেলস জুলকিকার আলী ও এক্সিকিউটিভ পার্স মেহেদী হাসান।

এ সময় টিভিএস কোম্পানির মোটরসাইকেল চালানোর সময় কাস্টমারদের কি কি সমস্যা হয় সেগুলো নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা ও সমাধানের পরামর্শ দেওয়া হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest