বেনাপোলে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

বেনাপোলে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এসএম স্বপন(যশোর)অফিসঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বেনাপোলে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে বেনাপোল বলফিল্ডে এ উপলক্ষে বিশাল জনসভার আয়োজন করা হয়।
এসময় শান্তির প্রতীক পায়রা-বেলুন উড়ানো ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

উক্ত জনসভায় শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমদ মিন্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, প্রচার সম্পাদক সৈয়দ ওহিদুল হক পুটু, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়নাল হক, সাধারণ সম্পাদক সাহেব আলী, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, গোগা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জদ হোসেন ভোলা, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শহীদ, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মফিজুর রহমান, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান তবিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest