খুলনা তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলবো-শেখ জুয়েল এমপি

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২

খুলনা তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলবো-শেখ জুয়েল এমপি

গোলাম মোস্তফা খান,খুলনা।

খুলনা মহানগরীর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্বাচিত ওয়ার্ড কমিটির পরিচিতি ও কর্মীসভা রবিবার সন্ধ্যা ৭টায় নগরীর নিরালা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল। তিনি অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে পরিচিত করেছেন। তিনি দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় খুলনার উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। তিনি আরো বলেন, আমাদের সময় আমরা খুলনার যে উন্নয়ন করেছি তা কোন সরকারের আমলে হয়নি। শীঘ্রই খুলনার ময়ূর নদী খননের পাশাপাশি চলাচলের জন্য এর দু‘পাড় বাঁধাই করা হবে। গল্লামারীতে ময়ূর নদীর উপর চার লেনের ব্রীজ হবে। খুলনার উন্নয়নের কাজ আমরা খুলনাবাসীকে নিয়ে সম্পন্ন করবো। এসব উন্নয়নের প্রত্যেকটি কাজে আপনারা আমাদের সহায়তা করবেন। আমরা আপনাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখি সমৃদ্ধি সোনার বাংলা গড়বো।
সম্মানিত অতিথির বক্তৃতায় সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ‘৭১ সালে আমরা স্বাধীনতা লাভ করেছি। আর এ স্বাধীনতায় অগ্রণী ভূমিকায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখন দেশের উন্নয়নের কথা ভেবেছে। কারণ আওয়ামী লীগ দেশের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে যেসব পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়িত হচ্ছে। উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও চলমান থাকবে। তিনি আরো বলেন, খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব আন্তরিক। তাই তিনি খুলনার উন্নয়ন অব্যাহত রাখতে তালুকদার আব্দুল খালেককে আবারও মনোনীত করেছেন। তিনি খুলনার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তালুকদার আব্দুল খালেককে সাথে নিয়ে খুলনার অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করবো। খুলনাকে আমরা তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, কার্য নির্বাহী কমিটির সদস্য শেখ সিদ্দিকুর রহমান, অধ্যা. রুনু ইকবাল বিথার, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এ নাসিম, সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান রাজেস।
২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ এন এম মঈনুল ইসলাম নাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান সিকদার রাজুর পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মোঃ মফিদুল ইসলাম টুটুল, শেখ সিদ্দিকুর রহমান, মোঃ তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস, কাউন্সিলর মোঃ গাউসুল আজম, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব হোসেন, মীর বরকত আলী, শেখ শাহজালাল হোসেন সুজন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. সাজ্জাদ আলী, চ. ম. মজিবর রহমান, মো. ইজাজ হোসেন, কাজী কামাল হোসেন, তালুকদার হিরু, হালিম হাওলাদার, রোজী ইসলাম নদী, শওকত হোসেন, মাসুম উর রশীদ, কাঞ্চন শিকদার, মো. শহীদুল হাসান, মো. আমিরুল ইসলাম বাবু, তাজদিকুর রহমান জয়, মো. মাহমুদুল ইসলাম সুজন, রাহুল শাহরিয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest