ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
মোঃ হাইরাজ, বরগুনা প্রতিনিধি ।। বর্ণাঢ্য রেলি ও দলীয় নৃত্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বরগুনায় কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। . অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নূর হোসেন সজল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জিব দাস, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আঃ মোতালেব মিয়া, বরগুনা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান মনির, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ এবং জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান ফারুক প্রমূখ। . কালেরকন্ঠ শুভ সংঘ বরগুনা জেলার সভাপতি সোহেলি পারভিন ছবির সভাপতিত্বে অনুষ্ঠানে বরগুনার বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ারকে সংবর্ধনা দেয়া হয়। এসময় আনোয়ার হোসেন মনোয়ারকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় কালেরকন্ঠ শুভ সংঘের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারকে নগদ ১০ হাজার টাকা সম্মানী দেয়া হলে তিনি তা বরগুনা জেলা প্রশাসকের তহবিলে জমা দেন যাতে অসহায় মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কোন পদক্ষেপ নেয়া হয়। . সব শেষে কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে কালেরকণ্ঠের সার্বিক মঙ্গল কামনা করে কেক কাটেন বরগুনার জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বরগুনা সরকারি কলেজের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, বরগুনা প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, বীর মুক্তিযোদ্ধা হারুণ অর রশীদ, সমাজকর্মী সুখরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, বাংলাদেশ বেতারের প্রতিনিধি অ্যাড. মজিবুল হক কিসলু, বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, স্বপন দাস, কালেরকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি মির্জা এসআই খালেদ, বামনা প্রতিনিধি মনোতোষ হাওলাদার, বেতাগী প্রতিনিধি স্বপন কুমার ঢালী, আমতলী প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ এবং নারী নেত্রী মাফফুজা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা। . অনুষ্ঠান সঞ্চালনা করেন কালেরকণ্ঠের বরগুনা জেলা প্রতিনিধি সোহেল হাফিজ। সার্বিক সহযোগিতায় ছিলেন কালেরকন্ঠ শুভ সংঘের বরগুনা জেলার সাধারণ সম্পাদক আরিফুর রহমান মারুফসহ শুভসংঘের বরগুনা জেলা কমিটির সকল সদস্যবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST