শোক দিবস উপলক্ষে বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের ফ্রি ব্লাড গ্রুপিং

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

শোক দিবস উপলক্ষে বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের ফ্রি ব্লাড গ্রুপিং

বেরোবি প্রতিনিধি :জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার(১৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে বিনামূল্যে ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে দেখা যায়।

এবিষয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ. টি. জি গোলাম ফিরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাদের রক্তের গ্রুপ জানে না। ফলে অনেক সময় জরুরি প্রয়োজনে তাদের ভোগান্তিতে পড়তে হয়। এজন্য আমরা ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করেছি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest