ভারতে পাচার হওয়া ৬ যুবককে বেনাপোল দিয়ে হস্তান্তর

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

ভারতে পাচার হওয়া ৬ যুবককে বেনাপোল দিয়ে হস্তান্তর

এসএম স্বপন(যশোর)অফিসঃ ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি যুবককে ট্রাভেল পারমিটের মাধ্যমে ৫ মাস পর দেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বুধবার ( ৩১ আগষ্ট) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন, বাগেরহাট জেলার আরিফুল মল্লিক, জামাল হোসেন, রিপন হোসেন, সাইফুল ইসলাম, শামীম হোসেন ও তোয়েব গাজী।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ফেরত আসা ৬ বাংলাদেশি যুবককে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা সূত্র জানায়, যশোর রাইট নামে এনজিও সংস্থ্যা তাদেরকে গ্রহন করেছে।

যশোর রাইটসের তথ্য অনুসন্ধানকারী তৌফিকুর রহমান জানান, এসব যুবকরা বিভিন্ন সময়ে ভাল কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে ভারতে পাচার হয়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহয়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থ্যা তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয় । ৫ মাস পর দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফিরে আসে। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনি সহয়তা চাই তাহলে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest