ঢাকা ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৯ পিচ সোনার বার (২ কেজি ৩শ’ ৩৩ গ্রাম ওজনের) ও একটি মোটরসাইকেলসহ শুকুর আলী (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (৩১ আগষ্ট) বিকেলে তাকে আটক করা হয়।
আটক শুকুর আলী উপজেলার রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান পিএসসি জানান, ভারতে সোনা পাচারের জন্য পাচারকারীরা রুদ্রপুর সীমান্তে অবস্থান করছে। এমন গোপন খবরে, বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শুকুর কৃষকের ছদ্দবেশে দীর্ঘদিন ধরে সোনা পাচার করে আসছিল বলে জানান বিজিবি।
উদ্ধারকৃত সোনার মুল্য আনুমানিক ১ কোটি ৭০ লক্ষ টাকা বলে জানায় বিজিবি। সোনাসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST