জয়পুরহাটের জামালপুরে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

জয়পুরহাটের জামালপুরে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

আবু রায়হান, জয়পুরহাটঃ
পুলিশই জনতা, জনতাই পুলিশ শির্ষক শ্লোগানে জয়পুরহাট থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ১০ নং বিট পুলিশিং জামালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, নারী নির্যাতন, বাল্য বিবাহসহ যাবতীয় অন্যায় মুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই প্রতুল, জামালপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আসলাম হোসেন, ইউপি সদস্য মনজুর রাহী রন্তু ও আসলাম হোসেন প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest