ঢাকা ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২
                                                                          এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার ৩ আসামী আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পাটবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের রবিউল ফকিরের ছেলে বাবুল ফকির (৪৮), আব্দুল রহিমের ছেলে রাজিব হোসেন (২৪) ও জুলফিকার আলীর ছেলে মিলন হোসেন (২১)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার পাটবাড়ি মন্দিরের পাশে শাহাজান এর মোড় হতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST