কয়রা- পাইকগাছায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল। 

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

কয়রা- পাইকগাছায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল। 

বিশেষ প্রতিনিধি# খুলনা জেলার- কয়রা-পাইকগাছায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কয়রা-পাইকগাছার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক মানবতার ফেরিওয়ালা ইঞ্জিনিয়ার বাবু প্রেম কুমার মন্ডল। সরজমিনে তার নির্বাচনী এলাকায় ঘুরে জানা যায় তিনি শুধু মাত্র জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তা বললে ভূল হবে তিনি ইতি মধ্যে কয়রা- পাইকগাছা বাসীর মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি দেশের মরনব্যাধী,কোভিড-১৯ করোনা ভাইরাস আঘাত আনার পর থেকে তার কয়রা- পাইকগাছা বাসী কে নিরাপদ রাখার জন্যে তিনি সহ তার নেতা কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ঝড় বর্ষা উপেক্ষা করে রাত দিন-২৪ ঘন্টা নিরলসভাবে পরিশ্রম করেছেন। তিনি তার নির্বাচনী এলাকা কয়রা- পাইকগাছা- বাসীকে তাঁর নিজ অর্থায়নে, হ্যান্ড স্যানিটাইজার মাক্স খাদ্য সামগ্রীও ,নগদ অর্থ দিয়েস হযোগিতা করেছেন এবং পাশাপাশি জনসচেতনস মূলক লিফলেটও বিতরন করেছেন।

ইঞ্জিনিয়ার বাবু প্রেম কুমার মন্ডল আমাদের কয়রা- পাইকগাছার কৃতি সন্তান তাকে আমরা ছোটো বেলা থেকে চিনী সে অত্যন্ত,সৎ ভদ্র,নম্র বিনয়ী সাহসী,পরউপকারী অন্যায়ের প্রতিবাদী বলিষ্ট কন্ঠস্বর একজন অত্যন্ত ভালো মনের মানুষ তিনি শুধু যে দূর্যোগের সময় কয়রা- পাইকগাছা বাসীর খবর নেন তা কিন্তুু না তিনি সব সময় কয়র- পাইকগাছা বাসীর বিপদে,আপদে ঝাঁপিয়ে পড়েন বলেই তিনি আমাদের সকলের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। এমন কী তাই নয় তার কাছে কেউ কোনো বিষয় গেলে তিনি সব সময় চেষ্টা করেন তাঁর সাধ্য মোতাবেক তাঁকে সহযোগিতা করতেে। তিনি কারোরে খালী হাতে ফিরাননা এ জন্যই তিনি আমাদের কয়রা- পাইকগাছা বাসীর কাছে জনপ্রিয় ব্যাক্তিত্য তাই আমাদের কয়রা- পাইকগাছা বাসীর সকলের প্রানের দাবী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার বাবু প্রেম কুমার মন্ডল কে – খুলনা- ৬ তথা কয়রা- পাইকগাছার সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। আমরা- কয়রা পাইকগাছা বাসী তাঁকে মনোনয়ন দিলে আমাদের অবোহেলিত কয়রা- পাইকগাছা বাসীর জনদূরভোগ শেষ হয়ে যাবে বলে আমার দৃড়ও বিশ্বাস “তিনি সব সময় কয়রা- পাইকগাছা বাসীর কল্যাণে কাজ করবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest