দাকোপ হেডকোয়াটার জামে মসজিদের কাজ শেষ না হওযায় নামাজিদের শুক্রবারে দূর্ভোগ

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২

দাকোপ হেডকোয়াটার জামে মসজিদের কাজ শেষ না হওযায় নামাজিদের শুক্রবারে দূর্ভোগ

গোলাম মোস্তফা খান,দাকোপ

আজ দাকোপ উপজেলা হেড কোয়াটার জামে মসজিদে জুম্মার নামাজে ৫ শতাধীক মুসল্লী নামাজ আদায় করেন।
৬০ লক্ষ টাকা খরচে নতুন মসজিদ ভেংগে, সরকারি টেন্ডারের নতুন
মসজিদের কাজ থেমে থাকায় নামাজিদের শুক্রবার নামাজ
পড়তে গাদাগাদি অবস্থায় টিনের সিটের নিচু ঘরে অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হয়।আজ ছোট্ট ঘরটিতে ১২ কাতারে নামাজ আদায় করা হয়,প্রতি কাতারে ৪৫ জন থেকে ৫০ জন নামাজ আদায় করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest