বদলগাছীতে বিষাক্ত গ‍্যাস ট‍্যাবলেট খেয়ে কলেজ পড়ুয়া ছাত্রের আত্মহত্যা।

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

বদলগাছীতে বিষাক্ত গ‍্যাস ট‍্যাবলেট খেয়ে কলেজ পড়ুয়া ছাত্রের আত্মহত্যা।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে বিষাক্ত গ‍্যাস ট‍্যাবলেট খেয়ে রাব্বি নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের আত্মহত্যা । ঘটনাটি ঘটেছে বদলগাছীর জিয়া শিমুলিয়া গ্রামে। নিহত কলেজ ছাত্রের নাম মোঃ রাব্বি (২০) বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির জিয়া শিমুলিয়া গ্রামের ছাদেক আলীর ছেলে।
থানা ও স্থানীয়সূত্রে গতকাল সোমবার ৪ টায় বদলগাছী শেখ রাসেল স্টেডিয়ামে মাঠে ফুটবল খেলা দেখার কথা বলে ঘুমের ট‍্যাবলেট ও ইঁদুর মারার বিষাক্ত গ‍্যাস ট‍্যাবলেট খেয়ে বদলগাছী রিভার সিটি পার্কের পিছনে অসুস্থ হয়ে পড়লে রাব্বির সাথে থাকা রব্বির বন্ধু নাইমকে অন‍্য বন্ধুরা ফোন দে
য়। নাইম ঘটনাস্থল থেকে রাব্বিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার অবস্থা খারাপ দেখে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে কলেজে রেফার্ড করে সেখানে রাত সোয়া ৯টায় চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃতু হয়। খবর পেয়ে বদলগাছী থানার এস আই তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব‍্যপারে বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। রাব্বির বন্ধু নাইম(২০) বলেন, আমাকে ফুটবল খেলা দেখার জন‍্য আসতে বলে। আমি জয়পুরহাটে লেখাপড়া করি
আমি বাসস্ট্যান্ডে আসলে রাব্বি আমাকে একটু দাড়াতে বলে। একটু পরে অন‍্য বন্ধুরা আমাকে ফোন দিয়ে বলে রাব্বি নদীর পাড়ে পড়ে আছে।
রাব্বি বলে যে সে ঘুমের ঔষধ ও বিষাক্ত গ‍্যাস ট‍্যাব খেয়েছে। একটি মেয়ের জন‍্য। এ ব‍্যপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, এ ব‍্যপারে বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest