ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায়  ভ্যানচালক নিহত

মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরো :বাগেরহাটের ফকিরহাটে রাস্তা পার হওয়ার সময় সিমেন্টের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় কাটাখালী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর গাজী (৪২) লখপুরের ভবনা গ্রামের হাজরা গাজীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট কাটাখালী মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জাহাঙ্গির গাজী। এসময় মোংলাগামী একটি সিমেন্টের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest