ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরের লালপুর উপজেলার ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর ডিগ্রী পাস ও অনার্স কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অত্র কলেজের সাবেক ছাত্র ও একজন সৃজনশীল মানুষ হিসেবে পরিচিত মো. বাবুল আকতার।
অত্র কলেজের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার নিকট যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর নবী, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, শওকত আলী, ওয়ালিয়া হাকিমুননেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন প্রমুখ।
গত ২০২২ সালের ১৯ জুন কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন হৃদরোগে ইন্তেকাল করায় পদটি শুন্য ঘোষনা করা হয়।
অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া বাবুল আকতার সৃজনশীল মানুষ হিসেবে এলাকায় বেশ সুপরিচিত। তিনি লালপুরের ভূঁইয়াপাড়া গ্রামে ১৯৬৯ সালের ২৬ জুন জন্মগ্রহণ করেন মোঃ বাবুল আকতার। পিতা শহীদ ডা. শাহাদত হোসেন, ১৯৭১ সালের ৫ মে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। মাতা মোছা. ছকিনা খাতুন। স্ত্রী মোছা. মঞ্জুয়ারা খাতুন। তাঁদের একমাত্র সন্তান মাহী আকতার, বাউয়েটে কম্পিউটার সাইন্সের শিক্ষার্থী।
তিনি ভূঁইয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, ১৯৮৯ সালে চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, গোপালপুর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতক (সম্মান) ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি নাটোরের বাগাতিপাড়ার ১৯৯৯ সালে তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রী কলেজে প্রভাষক পদের যোগদান করেন। পরে ২০১৫ সালের নভেম্বর মাসে উপাধ্যক্ষ হিসেবে পদোন্নতি লাভ করেন। গোপালপুর ডিগ্রী পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ হিসেবে ২০২২ সালের ২১ অক্টোবর মনোনীত হন। তাঁকে ৯ নভেম্বর নিয়োগপত্র প্রদান করা হলে কলেজের ১২তম অধ্যক্ষ হিসেবে ১০ নভেম্বর ২০২২ যোগদান করেন।
তিনি স্কুলে ছাত্রাবস্থায় ১৯৮৭ সালের ২১ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৩৬ দিন কারাবরন করেন। জেল থেকে ছাড়া পেয়ে নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে নাটোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ভূঁইয়াপাড়া ঈদগাহ্ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST