লালপুরে ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২

লালপুরে ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

লালপুরে তিনদিন ব্যাপি ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২২-২৪ নভেম্বর তিনদিন ব্যাপি অনুষ্ঠিত প্রশিক্ষণ লালপুর উপজেলা হল রুমে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ এর বাস্তবায়নে ও কৃষিসম্প্রসারন অধিদপ্তর, লালপুর উপজেলা এর ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, বারটানের উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান ডক্টর আব্দুল মজিদ, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকার, মশিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার শরীফুল ইসলাম, প্রানি সম্পদ দপ্তরের লাইভস্টক এক্সটেনশন অফিসার মোঃ রনি ইসলাম, মৎস্য অফিসার মোঃ আবু শামা, মেডিকেল অফিসার ডাঃ মোঃ এম এ হাসান প্রমূখ। প্রশিক্ষনে অংশগ্রহণ করেন প্রভাষক মোঃ সাহীন ইসলাম, অধ্যক্ষ মোঃ ইনতাজ আলী, কৃষি উদ্দোক্তা ও লালপুর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবদুল মোতালেব রায়হান, সালাহ উদ্দিন, ফারহানুর রহমান রবিন, শিমুল হোসেন, সজিবুল ইসলাম রিদয় সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, শিক্ষক- শিক্ষিকা, পরিবার কল্যান সহকারী, মৎস্য অধিদপ্তর, প্রানি সম্পদ বিভাগ, ইমাম, পুরোহিত, এনজিও কর্মীরা ২২-২৪ নভেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপি খাদ্য ও ফলিত পুষ্টি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।


মুজিব বর্ষ

Pin It on Pinterest