দাকোপে আমনের বাম্পার ফলন হতে যাচ্ছে।

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

দাকোপে আমনের বাম্পার ফলন হতে যাচ্ছে।

গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা

দাকোপে নাবিতে আমন চারা রোপন হলেও এবারও
আমনের বাম্পার ফলন
ফলতে যাচ্ছে কৃষকের মুখে হাসি।

বৃষ্টিপাত অনেক বিলম্বে হওয়ায় এ যাবৎ কালের মধ্যে
এবারই প্রথম প্রায় দেড় মাস বিলম্বে অধিকাংশ আমনের চারা রোপন করেন কৃষকরা।আবার রোপনের পরও বৃষ্টপাত বন্ধ হয়ে যাওযায় কৃষককুল হতাশ হয়ে পড়ে সকলের ধারনা হয় এবার কোন ক্রমের আমনের কোন ফলন সম্ভব হবেনা।তরমুজের কোটি কোটি টাকা মার খাওয়ার পর একই বছর আবার প্রকৃতির এমন আচকরনে কৃষকদের মাঝে চরম হতাশা নেমে আসে।সর্বশেষ অতিকষ্টে চারা ম্যানেজ করে রোপনের কিছুকাল পর আবার অতিবৃষ্টি
বন্যা দেখা দেয় তাতেও আবার ভয় পায় কৃষকরা। এতসব
দুর্যোগের মাঝেও শেষ পর্যন্ত বৃষ্টি ও নদী থেকে মিষ্টি পানির সরবরাহের কারনে দাকোপ বটিয়াঘাটার অধিকাংশ এলাকার জমিতে আমনের বাম্পার ফলন হতে যাচ্ছে তাই শেষ মুহুর্তে হাসি ফুটেছে কৃষকদের চোখে মুখে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest