ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ‘মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ (হলুদ প্যানেল)। এতে সভাপতি ও সম্পাদক পদে জয়ী হয়েছেন একই প্যানেলের ড. সফিকুন্নবী সামাদী এবং ড. মো. বোরাক আলী।
আজ সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে নির্বাচন পরিচালক অধ্যাপক অধ্যাপক মো. কামরুজ্জামান এই তথ্যটি নিশ্চিত করেন। নির্বাচনে এক হাজার ৬৮টি ভোটের মধ্যে ৯৩৬ টি ভোট দিয়েছেন শিক্ষকরা।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক । সাধারণ সম্পাদক ড. মো. বোরাক আলী মার্কেটিং বিভাগের অধ্যাপক।
এর আগে সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। নির্বাচনে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন অন্যদিকে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ’ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সব পদে জয় পেয়েছেন হলুদ প্যানেলের প্রার্থীরা।
শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক অধ্যাপক অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, নির্বাচনে সভাপতি পদে হলুদ প্যানেল থেকে ৪৯৯ ভোট পেয়ে জয়ী হন সফিকুন্নবী সামাদী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের অধ্যাপক মো. আশরাফুজ্জামান পেয়েছেন ৩৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের অধ্যাপক মো. বোরাক আলী ৫১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের প্রার্থী অধ্যাপক পারভেজ আজহারুল হক (প্রিন্স) পেয়েছেন ৩৭৭ ভোট।
নির্বাচিত বাকি ব্যক্তিরা হচ্ছেন সহসভাপতি পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ (৫৪৪ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. সুলতান মাহমুদ (৫৫৮ ভোট), কোষাধ্যক্ষ পদে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ড. সৈয়দ এম এ ছালাম (৫৪৮ ভোট)।
এছাড়া বাকি ১০টি সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হচ্ছেন ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের ড. জাকির হোসেন, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ড. সুভাষ চন্দ্র সূতার, ভেটেনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের আব্দুল্লা আল-মামুন ভূঞা, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ড. মোছা. নাজনীন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. সারওয়ার আলী (মুন), ইসলামিক স্টাডিজ বিভাগের ড. আবু নোমান মাসউদুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশক বিভাগের ড. মোছা. সাবিনা ইয়াছমীন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অমিতাভ সাহা, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ড. মো. রাশেদ আলম এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল আহসান।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, এটা আমাদের বিজয় নয়, এটি আওয়ামী লীগ ও সাধারণ শিক্ষকদের বিজয়। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। শিক্ষকদের সমস্যা নিরসনে কাজ করবেন বলে জানান তিনি।
ফলাফল ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক অধ্যাপক অধ্যাপক মো. কামরুজ্জামান, বেসরকারিভাবে এ ফলাফল প্রকাশ করা হলো। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে কারও কোন অভিযোগ ছিল না।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST