ঢাকা ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা
খুলনায় তক্ষক সাপসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব ৬ এর সদস্যরা। সোমবার গভীর রাতে দাকোপ উপজেলার বাজুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হল, দিপক বিশ্বাস ও সুবেন্দু সরদার।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, তক্ষক সাপ দক্ষিণ এশিয়ায় বিলুপ্তপ্রায় একটি প্রাণী। সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়। এশিয়ান প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক বিভিন্ন চিকিৎসার ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হয়। টিকিটিকির মতো দেখতে প্রাণীটি কোটি কোটি টাকায় বিভিন্ন দেশে অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে।
র্যাব ৬ এর আভিযানিক দল প্রাণীটির বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, দাকোপ উপজেলার একটি চক্র তক্ষক সাপ সংগ্রহ করে পাচার করছে। এমন সংবাদ পেয়ে র্যাব উপজেলার বাজুয়া এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত বাসিদের গ্রেপ্তার করে। এ সময়ে তাদের কাছ থেকে একটি তক্ষক সাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তক্ষক এবং আসামীদের স্টেশন কর্মকর্তা, ঢ্যাংমারি স্টেশন, পূর্ব সুন্দরবন বনবিভাগ, দাকোপ এর নিকট হস্তান্তর করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST