নওগাঁর বদলগাছীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ এবং মা সমাবেশ সম্পন্ন হয়েছে।

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২২

নওগাঁর বদলগাছীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ এবং মা সমাবেশ সম্পন্ন হয়েছে।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রম সমাপ্ত করা হয়। ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর পর্যন্ত চলে এই সেবা সপ্তাহ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ‍সুবোধ কুমার আচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগীয় পরিচালক দেওয়ান মোরশেদ কামাল। বিশেষ অতিথি ছিলেন, পরিচালক (আইইএম) মো. আব্দুল লতিফ মোল্লা, প্রোগ্রাম ম্যানেজার মো. নাছের হোসাইন, উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) নওগাঁ মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরী প্রসব, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা ও কিশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest