ঢাকা ৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২
মোঃ সাগর মল্লিক খুলনা ব্যুরো:
বাগেরহাটের ফকিরহাটে একটি মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রীকে কে ধর্ষণের মামলার আসামী মো. হাবিল শেখ (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে।
খুলনা র্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের আদম শেখের পুত্র হাবিল শেখ মাদ্রাসায় ৯ম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী এক কিশোরীকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে নানা ধরনের কু-প্রস্তাব দিতো। ওই ছাত্রী তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষীপ্ত হয়ে হাবিল গত ১২ ডিসেম্বর আনুমানিক রাত ২টার দিকে ভিকটিমের ঘরের বেড়া ভেঙে প্রবেশ করে।
এসময় হাবিল লোহার রড দেখিয়ে হত্যার হুমকী দিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিমের চিৎকারে তার বাবা-মা চলে আসলে হাবিল শেখ লোহার রড দিয়ে ভিকটিমের মায়ের হাতে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে র্যাব-৬ ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারে অভিযান শুরু করে।
র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধর্ষণকারী মো. হাবিল শেখ ফরিদপুর জেলার আলমডাঙ্গা থানা এলাকায় অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হয়ে অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামী হাবিল শেখকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST