বিজয় দিবস উপলক্ষে ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২

মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরো :বাগেরহাটের ফকিরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্য সেবায় সবার পাশে এই স্লোগানকে সামনে রেখে ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড এর উদ্যোগে ৬৪ নং কামটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের (বিনামূল্যে স্বাস্থ্যসেবা) আয়োজন করা হয়েছে।

৩০ শে ডিসেম্বর শুক্রবার দিনব্যাপি গাইনি বিশেষজ্ঞ ডাক্তার কানিজ মাহমুদা বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া রোগীদের বিনামূল্যে ডায়াবেটিক,ব্লাড গ্রুপ ও ব্লাডপ্রেসার চেকআপ ফ্রি করা হয়।

মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখার পাশাপাশি। সকল পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।বিভিন্ন এলাকা থেকে আগত ২০০ জন সাধারণ মানুষ ও রোগীরা মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যের সেবার আওতায় আনার সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে উদ্যোগ নিতে হবে।সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বিভিন্ন দিবসে এ ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকি। এবারও মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পের আয়োজন করেছি।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest