নওগাঁর বদলগাছীতে সামছুল কবিরাজের বিরুদ্ধে থানায় অভিযোগ।

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২

নওগাঁর বদলগাছীতে সামছুল কবিরাজের বিরুদ্ধে  থানায় অভিযোগ।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের সামছুল কবিরাজের বিরুদ্ধে অসুখ ভাল করার নামে বেহুলার গান দিয়ে কিছু পরিবার কে নিঃস্ব করা সহ ইসলাম ধর্মের অনুভতিতে আঘাতের অভিযোগ, এলাকায় তোলপাড় ।

সামছুল কবিরাজের বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের ছালিমউদ্দীনের ছেলে সোহেল বাদী হয়ে মোঃ সামছুল কবিরাজ ও তার সহযোগী ভাগ্নি জামাই মোঃলুৎফর রহমান কে বিবাদী করে বদলগাছী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, সোহেল রানা নামে ব্যাক্তির নিউমোনিয়া সহ বিভিন্ন প্রকারের জটিল রোগী।তিনি কিছু দিন যাবত ডাঃ গোলাম কাজেম আলী
আহমেদ,এফসিপিএস, ডাঃ পার্থ মনি ভট্রাচার্য্য,এম,ডি, ডাঃ মোঃ আমজাদ হোসেন সরদার, এম,ডি, ডাঃ এমিএম মাহবুবুল হক লিমন,এম,ডি বিশেষজ্ঞ ডাক্তার সহ বেশ কিছু ডাক্তার গনের চিকিৎসা গ্রহন করেন। এবং রক্ত,প্রস্রাব,পায়খানা,ইসিজি,আল্ট্রাসনো,সহ সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করিয়া দীর্ঘ দিন যাবত চিকিৎসা গ্রহন করে সুস্থ না হওয়ায় লোকমুখে কবিরাজ বাধন ওরফে সামছুল হক পিতা মোঃ খলিলুর রহমান সাং হাজিপুর থানা বদলগাছী জেলা নওগাঁ এর কাছে উন্নত চিকিৎসার কথা শুনে কবিরাজের কাছে যান। রুগিকে দেখে কবিরাজ বলে তাকে নাকি মনসা দেবী ধরেছে।মনসা দেবী সাড়াতে বেহুলার গান দিলে রুগী ভাল হবে। কবিরাজের কথা শুনে ভাল হওয়ার আশায় বেহুলার গান দেন ভুক্তভুগি রুগি।ঔষধ ও চিকিৎসা ফি এবং বেহুলার গান দিতে অনেক অনেক প্রত্যাশা নিয়ে ৯০০০০ হাজার টাকা বিবাদীদের হাতে তুলে দেন। রুগি সরল বিশ্বাসে তাদের দেওয়া গাছ গাছড়ার তৈরির ঔষধ খেয়েছেন,এবং বেহুলার গানের ফি প্রদান করেন। গান দিয়ে সুস্থ না হলে ভুক্ত ভুগি রোগী বিবাদীদের কাছে বললে তারা তালবাহানা করতে থাকে।টাকা ফেরত চাহিলে ভুক্তভুগীকে মারপিট,খুনজখম করিবে বলে ভয়ভীতি ও পাগল বানানোর হুমকি প্রদর্শন করে।

বাদী সোহেল রানা জানান,আমার গলা চেপে ধরা মাথা ব্যথা,হাত পা চলেনা,সামান্য চলাচল করলে মাথা ঘুরে পড়ে যাই,খাইতে পরিনা এসব রোগের জন্য আমি বড় বড় ডাক্তারের চিকিৎসা নিয়ে সুস্থ্য না হলে লোকমুখে সামছুল কবিরাজের কথা শুনে তার কাছে গেলে আমার শারীরিক সমস্যার কথা শুনে কবিরাজ পানির গ্লাসে দেখে বলে তোর কাছে মনসা দেবী আছে।বেহুলার গান দিলে ভাল হবে। না দিলে ভাল হবে না। তুই দুনিয়ার সব ডাক্তার কবিরাজ কাছে গেলেও ভালো হবে না ভালো করতে হলে আমার কথা মানতে হবে। আমি কবিরাজের কথা সরল মনে বিশ্বাস করিয়া ভালো হওয়ার আশায় কবিরাজ কে টাকা দিয়েছি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)আতিয়ার রহমান বলেন, কবিরাজের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তবে অভিযোগের বিষয়টি তদন্ত করে ঐ কবিরাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোন মুসলমানের বাড়ীতে বেহুলার গান হতে দেওয়া হবেনা বলে সাংবাদিকদের জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest