জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরবাড়িসহ সমস্ত মালামাল পুড়ে ছাই

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরবাড়িসহ সমস্ত মালামাল পুড়ে ছাই

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের নতুন হাট শেখপাড়া এলাকায় দশটি পরিবারের বাড়ি ঘরসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের দুই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

জেলা ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক শওকত আলী জোয়ারদার জানান, শহরের নতুনহাট শেখপাড়া এলাকায় আবু ছালামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আবু ছালাম (৫০) নামে এক ব্যাক্তির টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মুহুর্তে আশপাশের ১০টি ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণের কাজ চলছে, তবে ক্ষয়ক্ষতির পরিমান ১০ লক্ষাধিক হতে পারে বলে দাবী ক্ষক্তিগ্রস্তদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অসাবধানতা বশত আাগুন লাগতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest