ঢাকা ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মে ৪, ২০২৩
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর মহিউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি, জয়পুরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: কে এম জোবায়ের গালীব, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবুসহ অন্যান্যরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST